PVC Aadhaar Card Update 2025: ভারতের কোটি কোটি মানুষের কাছে আধার কার্ড এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। সরকারি ভর্তুকি, ব্যাংকিং পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় কাজে আধার ছাড়া এক পা-ও এগোনো যায় না। তবে সাধারণ কাগজের আধার কার্ড অনেক সময় ছিঁড়ে যায় বা সহজে নষ্ট হয়ে যায়। তাই এবার কেন্দ্রীয় সরকারের তরফে বড় নির্দেশ এসেছে— যত দ্রুত সম্ভব নাগরিকদের PVC আধার কার্ড সংগ্রহ করতে হবে। UIDAI ইতিমধ্যেই প্রক্রিয়াটি সহজ করেছে, যাতে সাধারণ মানুষ অনলাইনের মাধ্যমেই বাড়ি বসে নতুন টেকসই আধার কার্ড অর্ডার করতে পারেন।

PVC আধার কার্ড কী?
PVC বা Polyvinyl Chloride আধার কার্ড আসলে একটি প্লাস্টিক কার্ড, যা ব্যাংকের এটিএম বা ডেবিট কার্ডের মতো মজবুত। এর ভেতরে থাকে QR কোড, হোলোগ্রাম, মাইক্রো টেক্সটসহ একাধিক সিকিউরিটি ফিচার। ফলে এটি সহজে ভাঙে না, নষ্ট হয় না এবং দীর্ঘ সময় ব্যবহারযোগ্য থাকে।
সরকারের নির্দেশ কেন?
সরকারের মতে, কাগজের আধার কার্ড ব্যবহারকারীদের জন্য অনেক সময় ঝুঁকিপূর্ণ। বারবার ব্যবহার করলে তা ক্ষতিগ্রস্ত হয় এবং ভুল তথ্য পড়ার আশঙ্কাও থাকে। তাই নিরাপত্তা ও দীর্ঘস্থায়ী ব্যবহারের সুবিধার জন্য PVC আধার কার্ড বাধ্যতামূলক করার পথে এগোচ্ছে কেন্দ্র। ২০২৫ সাল থেকেই ধাপে ধাপে কাগজের আধারের পরিবর্তে নাগরিকদের হাতে পৌঁছাবে PVC আধার।
কোথা থেকে বানাবেন PVC আধার কার্ড
PVC আধার কার্ড তৈরি করতে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এর জন্য আলাদা কোনো কাগজপত্র জমা দিতে হয় না। কেবল আধার নম্বর বা Virtual ID ব্যবহার করলেই আবেদন করা যায়।
অর্ডারের প্রক্রিয়া
- UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- Order Aadhaar PVC Card অপশনে ক্লিক করুন।
- আধার নম্বর বা VID এবং সিকিউরিটি কোড দিন।
- রেজিস্টার্ড মোবাইলে আসা OTP বসান।
- এরপর ₹৫০ টাকা অনলাইনে ফি পরিশোধ করতে হবে।
- আবেদন সম্পূর্ণ হলে UIDAI কার্ডটি প্রিন্ট করে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেয়।
কবে হাতে পাবেন কার্ড?
অর্ডার সম্পন্ন হওয়ার পর UIDAI থেকে একটি SRN নম্বর দেওয়া হয়। সেটির সাহায্যে ডাক বিভাগের ওয়েবসাইটে গিয়ে কার্ডের স্ট্যাটাস ট্র্যাক করা যায়। সাধারণত ৫ থেকে ৭ দিনের মধ্যে আবেদনকারীর বাড়িতে পৌঁছে যায় নতুন PVC আধার।
PVC আধার কার্ডের সুবিধা
- জল ও ধুলা প্রতিরোধী হওয়ায় সহজে নষ্ট হয় না।
- এটিএম কার্ডের মতো আকারে হওয়ায় সহজে পকেট বা ওয়ালেটে রাখা যায়।
- উন্নত সিকিউরিটি ফিচারের কারণে তথ্য থাকে সুরক্ষিত।
- অনলাইনে সহজেই ট্র্যাক করা যায়।
- খুব অল্প খরচে (₹৫০) পাওয়া যায়।
আধার কার্ডের গুরুত্ব যত দিন যাচ্ছে, ততই বাড়ছে। তাই এবার সরকারের নির্দেশ অনুযায়ী PVC আধার কার্ড সংগ্রহ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। যারা এখনও কাগজের আধার ব্যবহার করছেন, তাদের দ্রুত অনলাইনে আবেদন করে এই আধুনিক ও টেকসই পরিচয়পত্র সংগ্রহের পরামর্শ দেওয়া হচ্ছে। সময়মতো PVC আধার হাতে থাকলে ভবিষ্যতের নানা সরকারি পরিষেবায় কোনো সমস্যায় পড়তে হবে না।

Our content writing team (CT News-Updates Team) brings 5 years of collective experience in crafting engaging, SEO-friendly, and reader-focused articles. With creativity and expertise, we aim to deliver valuable content that informs, inspires, and connects with diverse audiences.
