SIR Aadhaar Card Update 2025: প্রায় ৬৫ লাখ ভোটারের নাম বাদ পড়ায় রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে। এই প্রক্রিয়ায় আধার কার্ড গ্রহণযোগ্য হবে কি না, তা নিয়ে জনমনে অনেক প্রশ্ন দেখা দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন এখন স্পষ্ট করেছে, আধারসহ ১১টি নির্দিষ্ট পরিচয়পত্র ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য বৈধ নথি হিসেবে গ্রহণ করা হবে। ফলে ভোটাধিকার রক্ষার ক্ষেত্রে এটি সাধারণ মানুষের জন্য একটি বড় স্বস্তির খবর। ইতিমধ্যে বিহারে ভোটার তালিকা সংশোধন বা SIR নিয়ে ব্যাপক বিতর্ক চলছে।

আধার কার্ড বৈধতা নিশ্চিত
সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে, SIR প্রক্রিয়ায় আধার কার্ড বৈধ পরিচয়পত্র হিসেবে গৃহীত হবে। শুধু আধার নয়, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ডসহ আরও ১১টি নথি প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে।
অসংখ্য মানুষ শুধু আধার কার্ডের উপর নির্ভর করেন। তাই প্রথমে আশঙ্কা ছিল আধার বাতিল হলে অনেক ভোটার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না। আদালতের নির্দেশে এই সমস্যা দূর হলো।
রাজনৈতিক প্রতিক্রিয়া
বিরোধী দলগুলো অভিযোগ তুলেছিল যে কঠোর নথি যাচাইয়ের কারণে বহু মানুষ ভোটাধিকার হারাতে পারেন। কিন্তু আধারসহ একাধিক পরিচয়পত্র গ্রহণযোগ্য করায় বিরোধীদের অনেক দাবি এখনো ম্লান হয়ে গেছে।
ভোটার তালিকা সংশোধনে নতুন সুযোগ
যাদের নাম বাদ গেছে, তারা ১ সেপ্টেম্বর পর্যন্ত দাবি দাখিল করতে পারবেন। অনলাইনে কিংবা অফলাইনে পরিচয়পত্র জমা দিয়েই ভোটার তালিকায় নাম ফেরত আনার সুযোগ থাকবে।
SIR-এ আধার কার্ড বৈধ হওয়ার সিদ্ধান্ত ভোটারদের জন্য বড় আশীর্বাদ। এতে একদিকে যেমন কোটি কোটি মানুষের ভোটাধিকার সুরক্ষিত হলো, অন্যদিকে প্রক্রিয়াটি আরও স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক হলো। আধারসহ অন্যান্য পরিচয়পত্র গ্রহণযোগ্য হওয়ায় আর ভোটাধিকার নিয়ে বিভ্রান্তি থাকবে না। তাই এখন সবারই উচিত নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি দাখিল করে নিজের ভোটার তালিকার উপস্থিতি নিশ্চিত করা।

Our content writing team (CT News-Updates Team) brings 5 years of collective experience in crafting engaging, SEO-friendly, and reader-focused articles. With creativity and expertise, we aim to deliver valuable content that informs, inspires, and connects with diverse audiences.
