WB Primary Teachers Recruitment 2025: পশ্চিমবঙ্গের লক্ষাধিক চাকরি প্রত্যাশীর জন্য এসেছে এক সুসংবাদ। বহু প্রতীক্ষার পর অবশেষে প্রকাশিত হয়েছে West Bengal Board of Primary Education (WBBPE)-এর নতুন প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। সরকারি, সরকার পোষিত এবং জুনিয়র বেসিক স্কুলে Assistant Teacher পদে বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগ হবে। এই নিয়োগ হবে সম্পূর্ণ নিয়ম মেনে এবং স্বচ্ছতার সঙ্গে। চলুন দেখে নেওয়া যাক এই নতুন নিয়োগের সব গুরুত্বপূর্ণ নিয়ম ও শর্তাবলী।

WB Primary Teachers Recruitment 2025
WB Primary Teachers Recruitment 2025

শূন্যপদ সংখ্যা

এই নিয়োগে মোট ১৩,৪২১টি (13,421) শূন্যপদে Assistant Teacher in Primary Schools নিয়োগ করা হবে। বেতন সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং নিম্নলিখিত যেকোনো একটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে –

  • উচ্চমাধ্যমিক (বা সমমান) পরীক্ষায় ন্যূনতম ৫০% নম্বরসহ ২ বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন।
  • উচ্চমাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৪৫% নম্বরসহ ২ বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন।
  • উচ্চমাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৫০% নম্বরসহ ৪ বছরের ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন (B.El.Ed)।
  • উচ্চমাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৫০% নম্বরসহ ২ বছরের ডিপ্লোমা ইন এডুকেশন (Special Education) এবং গ্র্যাজুয়েশন।

টিচার এলিজিবিলিটি টেস্ট (TET) পাশ করা আবশ্যক। সংরক্ষিত শ্রেণির জন্য নম্বরের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় থাকবে।

মাধ্যমের শর্ত

প্রার্থীকে আবেদনকৃত স্কুলের মাধ্যম অনুযায়ী সেই ভাষা উচ্চমাধ্যমিক বা সমমান স্তরে প্রথম বা দ্বিতীয় ভাষা হিসেবে উত্তীর্ণ হতে হবে। সাঁওতালি মাধ্যমে আবেদনকারীর ক্ষেত্রে বিশেষ নিয়ম প্রযোজ্য।

বয়সসীমা

  • সর্বনিম্ন বয়স: ১৮ বছর (১ জানুয়ারি ২০২৫ অনুযায়ী)।
  • সর্বোচ্চ বয়স: ৪০ বছর
    সংরক্ষিত শ্রেণি, প্রাক্তন সেনা ও প্যারা টিচারদের জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় থাকবে।

নির্বাচনী প্রক্রিয়া

মোট ৫০ নম্বরের ভিত্তিতে নির্বাচন করা হবে। নম্বর বিভাজন নিম্নরূপ –

ধাপপূর্ণ নম্বর
মাধ্যমিক / সমমান পরীক্ষা১০
উচ্চমাধ্যমিক / সমমান পরীক্ষা১৫
NCTE অনুযায়ী প্রশিক্ষণ১৫
টিচার এলিজিবিলিটি টেস্ট (TET)
অতিরিক্ত কার্যক্রম
ভাইভা / সাক্ষাৎকার
দক্ষতা পরীক্ষা/ প্যারা টিচার অভিজ্ঞতা
মোট৫০

আবেদন ফি

  • সাধারণ প্রার্থী: ₹600
  • ওবিসি (A & B): ₹500
  • SC/ST/EWS/PwD: ₹300

আবেদন শুধুমাত্র অনলাইন মোডে করতে হবে।

জেলা পছন্দ

প্রার্থীরা জেলা প্রাইমারি স্কুল কাউন্সিল (DPSC) অথবা প্রাইমারি স্কুল কাউন্সিল (PSC) অনুযায়ী পছন্দ দিতে পারবেন। শূন্যপদ ও মাধ্যম অনুসারে নিয়োগ হবে।

রিজার্ভেশন

রাজ্য সরকারের বিদ্যমান সংরক্ষণ নীতিমালা অনুযায়ী SC, ST, OBC, EWS, PwD ইত্যাদি শ্রেণির জন্য কোটা থাকবে।

আবেদন পদ্ধতি

আবেদনের বিস্তারিত তারিখ ও অনলাইন ফর্মের লিঙ্ক শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

পশ্চিমবঙ্গের শিক্ষাপ্রেমী তরুণ-তরুণীদের জন্য এই নিয়োগ এক সোনালি সুযোগ। ১৩,৪২১টি শূন্যপদ পূরণের জন্য দ্রুত প্রস্তুতি শুরু করুন। যথাযথ শিক্ষাগত যোগ্যতা ও TET উত্তীর্ণ প্রার্থীরা অনলাইন আবেদন শুরু হলেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করে নিজের স্বপ্নের প্রাইমারি শিক্ষক হওয়ার পথ প্রশস্ত করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *