Durga Puja Ration 2025: দুর্গা পুজোর আনন্দে সাধারণ মানুষের মুখে আরও বড় হাসি ফোটাতে রাজ্য সরকারের তরফে ঘোষণা এসেছে বিশেষ উপহার। নির্দিষ্ট রেশন কার্ডধারীরা পুজোর আগে পাচ্ছেন একসঙ্গে নগদ ₹1000 বোনাস এবং বিনামূল্যে রেশন সামগ্রী। উৎসবের বাজারে বাড়তি খরচের চাপ কমাতে এই উদ্যোগ দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের জন্য এক বড় স্বস্তি। তবে এই সুবিধা সবার জন্য নয়—নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলেই পাওয়া যাবে এই দ্বিগুণ উপহার। দেখে নিন কারা, কীভাবে এবং কবে এই বিশেষ সুবিধা নিতে পারবেন।

কারা এই সুবিধা পাবেন
দুর্গা পুজোর বোনাস ও ফ্রী রেশনের সুযোগ মূলত অন্ত্যোদয় (Antyodaya) এবং প্রাধান্য গোষ্ঠী (Priority Household) রেশন কার্ডধারীদের জন্য। রাজ্যের খাদ্য দপ্তরের তালিকায় যাদের নাম রয়েছে, শুধুমাত্র তাঁরাই এই সুবিধা নিতে পারবেন। যেসব পরিবার দরিদ্র বা নিম্ন আয়ের মধ্যে পড়েন এবং সরকারি নিয়ম মেনে রেশন কার্ড আপডেট করেছেন, তাঁদের জন্য এই স্কিম কার্যকর হবে।
নগদ ₹1000 বোনাস পাওয়ার নিয়ম
নগদ বোনাসের টাকা সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) পদ্ধতিতে দেওয়া হবে। অর্থাৎ, যাদের ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে, তাঁদের অ্যাকাউন্টে টাকা স্বয়ংক্রিয়ভাবে জমা হবে। এজন্য আলাদা করে আবেদন বা রেজিস্ট্রেশনের দরকার নেই। শুধু নিশ্চিত করতে হবে যে ব্যাংক অ্যাকাউন্ট ও রেশন কার্ডের তথ্য একেবারে সঠিক আছে।
বিনামূল্যে রেশন সামগ্রী
নগদ সহায়তার পাশাপাশি তালিকাভুক্ত কার্ডধারীরা পাচ্ছেন পুজোর আগে অতিরিক্ত ফ্রী রেশন। সরকারের নির্দেশ অনুযায়ী, চাল, গম, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিনামূল্যে বিতরণ করা হবে। এই সামগ্রী নিকটস্থ রেশন দোকান থেকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সংগ্রহ করতে হবে। সময়মতো তোলার পরামর্শ দেওয়া হয়েছে যাতে সুবিধা হাতছাড়া না হয়।
সুবিধা পাওয়ার সম্ভাব্য সময়
সরকারি সূত্রে জানা গেছে, দুর্গা পুজোর আগেই টাকা ও রেশন বিতরণের কাজ সম্পন্ন হবে। সাধারণত সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার সম্ভাবনা রয়েছে। রেশন সামগ্রী তোলার সঠিক তারিখ স্থানীয় রেশন দোকানে নোটিশ আকারে জানিয়ে দেওয়া হবে।
কোন কোন শর্ত মানতে হবে
রেশন কার্ডের তথ্য আধার কার্ডের সঙ্গে মিল থাকতে হবে।
ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকতে হবে।
পুরনো বা অকার্যকর রেশন কার্ডধারীরা এই সুবিধা পাবেন না।
যেসব পরিবার ইতিমধ্যেই অন্য সরকারি নগদ সহায়তা পাচ্ছেন, তাঁদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকতে পারে।
কীভাবে নিজের নাম যাচাই করবেন
নিজের নাম তালিকাভুক্ত হয়েছে কি না তা যাচাই করতে নিকটস্থ রেশন অফিস বা রাজ্য খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। অনলাইন পোর্টালে রেশন কার্ড নম্বর দিয়ে লগইন করলেই স্কিমের আপডেট ও যোগ্যতা দেখা যাবে।
দুর্গা পুজোর সময় যখন বাজারদর ক্রমশ বাড়ছে, তখন সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির খবর। নগদ টাকা ও বিনামূল্যে খাদ্যসামগ্রীর এই দ্বিগুণ সুবিধা শুধু উৎসবের আনন্দ বাড়াবেই না, বরং পরিবারে আর্থিক চাপও কমাবে। তাই আপনার রেশন কার্ডের স্ট্যাটাস দ্রুত যাচাই করে নিন এবং সময়মতো এই সুযোগ গ্রহণ করতে প্রস্তুত থাকুন।

Our content writing team (CT News-Updates Team) brings 5 years of collective experience in crafting engaging, SEO-friendly, and reader-focused articles. With creativity and expertise, we aim to deliver valuable content that informs, inspires, and connects with diverse audiences.
