BSNL Affordable Recharge Plan 2025: টেলিকম বাজারে প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে। গ্রাহকদের জন্য একের পর এক অফার আনছে বড় বড় কোম্পানিগুলি। এই ভিড়ে এবার BSNL নিয়ে এলো এমন এক বাজেট রিচার্জ প্ল্যান যা কার্যত Jio ও Airtel-এর জন্য বড় ধাক্কা। মাত্র ২০০ টাকার কম দামে এত সুবিধা একসঙ্গে দেওয়ার ফলে সাধারণ ব্যবহারকারীরা ইতিমধ্যেই ঝুঁকছেন এই প্ল্যানের দিকে।

BSNL Affordable Recharge Plan 2025
BSNL Affordable Recharge Plan 2025

৩০ দিনের বৈধতা

BSNL-এর নতুন রিচার্জ প্ল্যানের সবচেয়ে বড় সুবিধা হলো পুরো ৩০ দিনের বৈধতা। প্রতিদ্বন্দ্বীরা যেখানে একই দামে মাত্র ১৪ দিনের সুবিধা দেয়, সেখানে BSNL দ্বিগুণ সময়সীমা অফার করছে।

প্রতিদিন ২GB ডেটা

এই প্ল্যানে গ্রাহকরা পাচ্ছেন দৈনিক ২GB হাই-স্পিড ডেটা। মোট মিলিয়ে প্রায় ৬০GB ডেটা ব্যবহার করা যাবে। অনলাইন ক্লাস, কাজ, ভিডিও দেখা বা সোশ্যাল মিডিয়া—সব ক্ষেত্রেই যথেষ্ট।

আনলিমিটেড কল সুবিধা

দেশের যেকোনো প্রান্তে, যেকোনো নম্বরে আনলিমিটেড কল করার সুবিধা থাকছে এই প্ল্যানে। অন্য অপারেটরদের মতো কোনো অতিরিক্ত চার্জ বা সীমা নেই।

প্রতিদিন ১০০টি SMS

কল এবং ডেটার পাশাপাশি গ্রাহকরা পাচ্ছেন প্রতিদিন ১০০টি ফ্রি SMS। মাস শেষে যার সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় ৩,০০০।

প্রতিযোগিতায় এগিয়ে BSNL

Jio ও Airtel একই দামে প্রায় ১৪ দিনের প্ল্যান দেয়।ডেটা সীমিত থাকে এবং কলিং-এ অনেক সময় শর্ত থাকে।BSNL মাত্র ₹199 টাকায় দিচ্ছে ৩০ দিনের ভ্যালিডিটি, ডেটা-কল-SMS একসাথে।ফলে গ্রাহকদের কাছে এটি স্পষ্টতই সেরা চয়েস।

নতুন SIM হোম ডেলিভারি সুবিধা

BSNL এখন নতুন সংযোগ বা নম্বর পোর্ট করার জন্য SIM হোম ডেলিভারি সার্ভিস চালু করেছে। অনলাইনে আবেদন ও OTP-KYC সম্পন্ন করলেই সহজে বাড়িতে পৌঁছে যাবে নতুন SIM।


BSNL-এর এই বাজেট ফ্রেন্ডলি ₹199 রিচার্জ প্ল্যান নিঃসন্দেহে প্রতিযোগীদের ঘুম কেড়ে নিয়েছে। দীর্ঘ মেয়াদি বৈধতা, প্রতিদিন প্রচুর ডেটা, আনলিমিটেড কল এবং SMS সুবিধা—সব মিলিয়ে এটি গ্রাহকদের জন্য দারুণ সাশ্রয়ী অফার। Jio ও Airtel-এর মতো প্রাইভেট কোম্পানির তুলনায় BSNL-এর এই পদক্ষেপ ব্যবহারকারীদের হাতে এনে দিল নতুন বিকল্প এবং টেলিকম বাজারে এক নতুন সমীকরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *